সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েলের আটক অবস্থা থেকে ছাড়া পেয়ে গ্রিসে যাওয়ার পর ফিলিস্তিনপন্থি উল্লসিত জনতা তাকে বরণ করে নিয়েছে। ইসরায়েলে জানিয়েছে, সোমবার তারা থুনবার্গসহ ৭১ জন আন্দোলনকারীকে বহিষ্কার করেছে। থুনবার্গ ও বিশ্বের বিভিন্ন দেশের চারশোরও বেশি অধিকার আন্দোলনকারী ৪০টিরও বেশি নৌযান নিয়ে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত, অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত ছিটমহল গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের নৌযানগুলো ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী সেগুলোর গতিরোধ করে ও আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। থুনবার্গরা গাজার জলসীমায় বসানো ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু ইসরায়েলের সশস্ত্র বাহিনী তাদের প্রচেষ্টা রুখে দিয়ে প্রায় ৪৭৯ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। তারপর থেকে এ পর্যন্ত ৩৪১ জন আন্দোলনকারীকে তুরস্ক, গ্রিসসহ নিকটবর্তী দেশগুলোতে পাঠিয়ে দিয়েছে তারা। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ১৬১ জন আন্দোলনকারী একটি ফ্লাইটে...