আমরা অনেকেই আছি যারা একটা টুথব্রাশ কিনে মাসের পর মাস ব্যবহার করি—যতক্ষণ না ব্রাশটা একদম জীর্ণ বা অচল হয়ে পড়ে। ভাবি, ‘আরে, এটা তো এখনো ঠিকঠাক কাজ করছে!’ কিন্তু জানেন কি, পুরোনো টুথব্রাশ দিয়ে নিয়মিত দাঁত মাজলেও দাঁত ঠিকমতো পরিষ্কার হয় না, উল্টো কিছু ক্ষতিও হতে পারে?বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যবহারে টুথব্রাশের ব্রিস্টল (লোমগুলো) নরম হয়ে যায়, বেঁকে যায়, আর তখন সেটি ঠিকমতো কাজ করতে পারে না। শুধু তাই নয়, পুরোনো ব্রাশে জমে থাকতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া, যা দাঁত ও মাড়ির জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ।চলুন, জেনে নিই টুথব্রাশ অনেক দিন ধরে ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে এবং কখন সেটা বদলানো উচিত।দাঁত পরিষ্কারের কার্যকারিতা কমে যায় :নিয়মিত ব্যবহারে ব্রাশের ব্রিস্টলগুলো বাঁকা ও দুর্বল হয়ে যায়, যাকে বলে ব্রিস্টল...