নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন আর কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণের দাম এমনভাবে বৃদ্ধি পেয়েছে যা নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশেও স্বর্ণের দাম আকাশছোঁয়া হারে বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম রেকর্ড ৩,৯৬৯.৯১ ডলারে পৌঁছানোর পর কিছুটা কমে ৩,৯৫৬.১৯ ডলারে এসে ঠেকেছে। মার্কিন ফিউচারে ৩,৯৭৬.৩০ ডলারে পৌঁছেছে। তবে এ মূল্যও তার পূর্বের রেকর্ড থেকে অনেক বেশি। ২০২৪ সালে বিশ্বব্যাপী স্বর্ণের দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছিল, আর ২০২৫ সালের চলতি বছরে এটি বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।এই দাম বৃদ্ধিতে কয়েকটি মূল কারণ কাজ করছে: বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “কম সুদের পরিবেশে স্বর্ণই এখন সবচেয়ে লাভজনক এবং নিরাপদ বিনিয়োগ।” মার্কিন সরকারের অচলাবস্থা, ইয়েনের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সুদের...