এ প্রস্তাবে শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকা এবং কর্মচারীদের মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা সরকার থেকে পান। তারা মূলবেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর বাড়ি ভাড়া পেতেন ১০০০ টাকা, যা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেতেন। গত মে মাসে তা বৃদ্ধি করার পর তারা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। সেই সময় থেকে একই হারে কর্মচারীদেরও উৎসব ভাতা কার্যকর হয়েছে। এর বাইরে শিক্ষক-কর্মচারীরা বছরে একবার মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)...