০৭ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৫ এএম অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে মুখ খুললেন বিশ্বখ্যাত সুইডিশ পরিবেশ ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যা নিয়ে তিনি বলেছেন, “আমাদের চোখের সামনেই একটি গণহত্যা চলছে—এটি এক লাইভস্ট্রিমড গণহত্যা।” সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান থুনবার্গ। সম্প্রতি গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার সময় ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কয়েকদিন আটক থাকার পর মুক্তি পেয়ে এবারই প্রথম তিনি প্রকাশ্যে বক্তব্য দেন। থুনবার্গের এই সফরের লক্ষ্য ছিল ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানানো ও গাজার মানবিক সংকটের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানো। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর থুনবার্গ ও তার সহকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানায় স্থানীয় সমর্থকেরা। অনেকের হাতে...