আশির দশকের শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অভিনেতা নরেশ ভূঁইয়া। এখনও অভিনয় করে যাচ্ছেন তিনি। বেসরকারি চ্যানেল বেড়ে যাওয়ার পরও কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয় করে সাড়া পাওয়া একটি ধারাবাহিক নাটক বন্ধ হয়ে যাওয়ায় বহুদিন পর নাটকের পরিচালককে দোষারোপ করেছেন অভিনেতা নরেশ ভূঁইয়া। গত ৫ অক্টোবর ফেসবুকে এক দীর্ঘ পোস্টে পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন নরেশ ভূঁইয়া। লিখেছেন, দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মাটির কোলে’ ছিল তার অভিনয় জীবনের একটি মাইলফলক। সেই নাটকে ‘আন্দুভাই’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রী জাকিয়া বারী মমর সঙ্গে ফেসবুকে একটি নাটকের দৃশ্যের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় দীর্ঘ ধারাবাহিক মাটির কোলেতে অভিনয় করেছিলাম। কবরী, তারিক আনাম খান সেই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। চাইনিজ উপন্যাস ‘গুড আর্থ’-এর ওপর রচিত নাটকটির প্রচার শুরু হয়েছিল আশির...