ঢাকা:বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে। চতুর্থ দফার এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন হবে। পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। এখানে সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হবে। ’ এর আগে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।...