২০১৯ সালের ৫ আগস্টের রাতে জম্মু ও কাশ্মীরে ভারতের নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে শত শত কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানের আগে ভারত সরকার অঞ্চলটির বিশেষ মর্যাদা ও রাজ্যের অধিকার প্রত্যাহারের ঘোষণা দেয়। এমন সিদ্ধান্তে লাদাখের বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক প্রকাশ্যে আনন্দ প্রকাশ করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তিনি এক্সে লিখেছিলেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী, লাদাখের বহুদিনের স্বপ্ন পূরণের জন্য।” ভারতের অন্যতম বিখ্যাত উদ্ভাবক ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত ওয়াংচুক তখন বলেছিলেন, লাদাখের বহু পুরনো দাবি—জম্মু ও কাশ্মীর থেকে আলাদা একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে স্বীকৃতি—অবশেষে বাস্তবায়িত হয়েছে। আগে লাদাখ ছিল জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ। ২০১৯ সালের আগস্টে মোদি সরকার সেটিকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে। তবে যেখানে জম্মু ও কাশ্মীরকে একটি নির্বাচিত আইনসভা রাখার অনুমতি দেওয়া...