বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন তারকা মারুফা আক্তার যেন এক ম্যাচেই বিশ্ব ক্রিকেটে নিজের নামটা জোরালোভাবে ঘোষণা দিলেন। পাকিস্তানের বিপক্ষে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই দুই ব্যাটারকে বোল্ড করে যেন তুমুল আলোচনায় চলে এলেন এই তরুণ পেসার। প্রথম ওভারের পরপর দুই ডেলিভারিতে পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেল ও ফর্মে থাকা সিদরা আমিনকে বোল্ড করে দেন মারুফা। সেই শুরুর আগুন ঝরানো স্পেলে ভর করেই বাংলাদেশ ১২৯ রানে পাকিস্তানকে গুটিয়ে দেয় এবং পরে ৩২ ওভারেই সাত উইকেটে জয় তুলে নেয়। স্পিন বোলারদের আধিক্যে পেস বোলার হিসেবে মারুফা এখন এক ব্যতিক্রমী নাম। দারুণ সুইং আর গতি দিয়ে উইকেট ভাঙার ক্ষমতা প্রশংসিত হচ্ছে। এমনকি পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও তাঁর ইনসুইঙ্গারের প্রশংসা করেছেন সামাজিক মাধ্যমে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মারুফাকে নিয়ে...