০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ নামে একটি ট্রেনের লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মোগলাবাজার স্টেশনে লোকোমোটিভসহ ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। তিনি বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার ট্রেন আসছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল বলে জানান রেল কর্মকর্তা নুরুল ইসলাম। ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু সারিয়াকান্দিতে যমুনায় ভেসে আসছে গাছের গুঁড়ি ও মৃত পশু ট্রাইব্যুনালে অভিযুক্তরা এমপি হতে পারবেন না : প্রজ্ঞাপন জারি কূটনীতিতে...