জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে ভারত। মঙ্গলবার (৭ অক্টোবর) নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পরভথনেনি হরিশ বলেন, পাকিস্তান এমন একটি দেশ যারা নিজেদের জনগণের ওপরই বোমা ফেলে এবং পদ্ধতিগত গণহত্যা চালায়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, পরভথনেনি হরিশের এই মন্তব্যটি আসে এক পাকিস্তানি কর্মকর্তার বক্তব্যের পরপরই। ওই কর্মকর্তা অভিযোগ করেন, কাশ্মীরি নারীরা দশকের পর দশক যৌন সহিংসতার শিকার হয়ে আসছেন। প্রতিউত্তরে হরিশ বলেন, প্রতি বছর আমাদের নিয়তি যেন পাকিস্তানের বিভ্রান্তিমূলক বক্তৃতা শোনা, বিশেষ করে জম্মু ও কাশ্মির নিয়ে- যে ভারতীয় ভূখণ্ডের প্রতি তারা লালায়িত। নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডায় ভারতের ভূমিকা নিখুঁত ও অক্ষুণ্ন। তিনি আরো স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান...