বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৭ অক্টোবর)। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। হত্যার আগে ৫ অক্টোবর ভারতের সঙ্গে কিছু ‘অন্যায্য চুক্তির’ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্টের জের ধরেই তাকে জেরা করা হয় এবং নৃশংসভাবে মারধর করা হয়। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে অন্তর্বর্তী সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এর আগে আবরারকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা’ পুরস্কারে ভূষিত করেছে সরকার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজনে আবরার ফাহাদকে স্মরণের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আবরারকে স্মরণ করে আগামীকাল...