ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন। দেশটির ইতিহাসে তিনিই সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর মাত্র ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। স্থানীয় সময় সোমবার (৬ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর তিনি পদত্যাগ পত্র জমা দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। গত ৯ সেপ্টেম্বর লেকর্নু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর একদিন আগে রবিবার তার সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মন্ত্রিপরিষদ ঘোষণার পরপর বিরোধীদের চাপের মুখে পড়েন লেকর্নু। বিরোধীরা বলেন, নবগঠিত সরকার সাবেক প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্যদেরই ফিরিয়ে এনেছে। এদিকে লেকর্নুর পদত্যাগের পরপর দেশটির প্রধান সূচক ২ শতাংশ কমে যায়। ইউরোর মান পড়ে গেছে দশমিক ৭ শতাংশ। ফলে দেশটির শেয়ার বাজারও বিপদসীমায় পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদন আরও জানায়, প্রেসিডেন্ট...