দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ভারত প্রসঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রকাশ করেছে বিবিসি বাংলা। সেখানে ভারত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। এখানে ভারত বা অন্য দেশ বিষয় না। বিষয় হচ্ছে, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব। ওটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা যা করতে পারব, আমি তাই করব। তিনি আরও বলেন, আমি অবশ্যই ভারতের কাছে আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাই না, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম, বিএনপির স্ট্যান্ডটা কি...