চট্টগ্রামের পার্বত্যাঞ্চলে আবারও অস্থিরতা ও হত্যার রাজনীতি মাথাচাড়া দিয়েছে। চেনা পাহাড়ে সশস্ত্র পাহাড়িদের হাতে নিরীহ পাহাড়ি ও বাঙ্গালী হত্যার নেপথ্যে উঠে এসেছে একটি পরিচিত নাম —মাইকেল চাকমা। যিনিইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর মুখপাত্র। নির্বিচারে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসাসহ স্পর্শকাতর একাধিক মামলার আসামি হয়েও তিনি এখন পার্বত্য রাজনীতিতে প্রভাবশালী নাম। ফলে তার বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। দেশের একাধিক গোয়েন্দা ও নিরাপত্তা সূত্র বলছে, সম্প্রতি খাগড়াছড়িতে কথিত ধর্ষণ নাটক সাজিয়ে অস্থিরতা তৈরির পেছনেও মাইকেল চাকমার ঘৃণ্য পরিকল্পনা ছিল। যদিও সূত্র বলছে, ইউপিডিএফ প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতা করে আসছে। ফলে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির সময় তারা চুক্তির বিরোধীতা করে এবং “পূর্ণ স্বায়ত্তশাসন” স্লোগান তুলে পাহাড়ে সশস্ত্র আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখে। যার ফলে দীর্ঘ ২৮ বছর...