ফেসবুকে ধর্মীয় বিষয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ময়মনসিংহে সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,“শামীম আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর কথাবার্তা বলেছেন। এতে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আমাদের কাছে এ সংক্রান্ত অভিযোগও এসেছে। সমাজের ধর্মভীরু মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।” স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আশরাফ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শামীম চৌধুরী নামের একজনের মন্তব্যের জবাবে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সোমবার দুপুরে ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে ফেসবুকে...