বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত। ফ্যাক্টওয়াচ জানায়, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে ড. ইউনূসের পদত্যাগের গুজব শনাক্ত করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার পদে আর থাকবেন না ইউনূস, দায়িত্ব নেবেন প্রধান বিচারপতি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, এটিএন নিউজের একটি প্রতিবেদনের শুরুর সামান্য অংশ জুড়ে দিয়ে ভিডিওটি ছড়ানো হচ্ছে। ওই প্রতিবেদনের পরের অংশে এ ধরনের তথ্যকে গুজব আখ্যা দিয়ে নানা তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে ফেসবুকে ছড়িয়ে পড়া এই খণ্ডিত প্রতিবেদনকে বিকৃত বলে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।...