ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার ফল নিয়ে আশাবাদী মধ্যস্থতাকারীরা। কিন্তু দুপক্ষের প্রতিনিধিরা যখন আলোচনার টেবিলে তখনো থেমে নেই ইসরায়েলি বর্বরতা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। আইডিএফ সাহায্যপ্রার্থীদের দিকে সরাসরি গুলি ছুড়েছে বলে অভিযোগ।যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস প্রাথমিকভাবে সায় দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা-বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। তার পরামর্শ আমলে নেয়নি ইসরায়েল। তখন থেকে নতুন হামলায় গাজায় নিহত হয়েছেন ১০৪ জন।এদিকে মিশরের রেড সি উপকূলীয় শহর শারম এল-শেখে গাজা যুদ্ধের অবসান ও বন্দি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। সোমবার (৬...