বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। বাকি দুই পরিচালক মনোনীত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায়। এর মধ্যে ক্রীড়াঙ্গনে বিস্ময় জাগিয়েছে এনএসসির কোটায় এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের পরিচালক হওয়া। সমালোচনা হচ্ছে ওয়েস্টিন ক্লাবের সিইও শাখাওয়াত হোসেনকে সহসভাপতি করা নিয়েও। যিনি ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসাবে বরিশাল থেকে পরিচালক হয়েছেন। দুজনই ব্যবসায়ী। ক্রীড়াঙ্গনের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা আগে ছিল না। ইসফাক আহসান ‘আহসান গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক ও ইয়াসির ফয়সাল আশিক ‘চৈতী গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক। নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, এ কোটায় সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ বা নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাথিরা জেসি মনোনয়ন পেতে পারেন। কিন্তু সবাইকে অবাক করে ক্রীড়া জগতের বাইরের দুই ব্যবসায়ীকে মনোনয়ন দেয় এনএসসি।...