নিজস্ব প্রতিবেদক : এ বছর বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়াই বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এমনকি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়নি। গতকাল (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে রাত পৌনে ৯টায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা সংবাদমাধ্যমে আগাম জানানো হয়নি। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিএসইসি গঠিত তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সায়ীদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার জিসান হায়দার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সমকাল প্রতিবেদক উপস্থিত ছিলেন। তবে এক কর্মকর্তা জানান, সাংবাদিকদের উপস্থিতি জানলে চেয়ারম্যান রাগ করতে পারতেন এবং অবিলম্বে অনুষ্ঠান ত্যাগের নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে বিএসইসির মুখপাত্র সাংবাদিকদের...