কলম্বোয় পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা। বিশ্বকাপে নিজেদের শ্রীলংকা পর্ব শেষ করে এবার ভারতে আসল পরীক্ষা দিতে হবে নিগার সুলতানার দলকে। আসামের গুয়াহাটিতে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এ ভেন্যুতেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে ইংল্যান্ড জিতে ১০ উইকেটে। বিশ্বকাপের আট দলের মধ্যে নারী ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের (৭) পেছনে শুধু পাকিস্তান (৮)। প্রথম ম্যাচে নিগারদের জয় তাই প্রত্যাশিতই ছিল। বাকি ছয় প্রতিপক্ষই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ইংল্যান্ড শক্তিতেও অনেক এগিয়ে। নারী ওয়ানডের পাঁচ নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে ইংলিশরা তাতে সাত নম্বর দল বাংলাদেশের স্বস্তিতে থাকার সুযোগ নেই। ওয়ানডেতে এর আগে মাত্র একবার দেখা হয়েছে দুদলের। ওয়েলিংটনে ২০২২ বিশ্বকাপের সেই...