সম্প্রতি গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মুসলিম বিশ্বের আট দেশের নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। হামাস ইতিমধ্যেই এ পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ দিকের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে স্বাগত পেয়েছে। পুতিনও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, টেকসই শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে...