২০২৪-এর সফল গণ-অভ্যুত্থানের পর থেকেই দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে আসছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী, তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি এ রাজনৈতিক দলগুলোর পুরোধা হিসাবে কাজ করে আসছে। প্রথমদিকে এ দলগুলো দাবি করছিল, নির্বাচনের আগেই পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, জুলাই সনদ প্রকাশ ও তার আলোকে নির্বাচন হতে হবে এবং সর্বোপরি সংস্কার কার্যক্রম সমাপ্ত করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন খাতের সংস্কারের লক্ষ্যে প্রথমে ৬টি এবং পরে আরও ৫টি, মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। এ কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সরকার সেখান থেকে মূল সংস্কার কার্যক্রমের একটি তালিকা তৈরি করে তা দেশের জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় তাদের সম্মতি, অসম্মতি এবং তাদের বিকল্প...