দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরি প্রতি দুই লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ অক্টোবর) রাতে নতুন স্বর্ণমূল্য ঘোষণা করেছে, যা আজ মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বাজুস জানিয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা, ওজন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত বাজুস ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে—এর মধ্যে ৪৩ বার বেড়েছে...