শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার ১৬০ রানের ইনিংস খেলেছেন মার্নাস লাবুশেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার দল ঘোষণায় জানা গেল, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি এই ব্যাটসম্যানের। তার বদলে দলে ফিরেছেন রাজ্য দলের সতীর্থ ও শেফিল্ড শিল্ডের ম্যাচটির আরেক সেঞ্চুরিয়ান ম্যাট রেনশ। শেফিল্ড শিল্ড অবশ্য বড় দৈর্ঘ্যের ক্রিকেটের টুর্নামেন্ট। ওয়ানডে দল বাছায়ের ক্ষেত্রে সেটিকে তাই হয়তো বিবেচনায় রাখা হয়নি। তবে অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের নতুন মৌসুমের শুরুতেও কয়েকদিন আগে ১১৮ বলে ১৩০ রানের ইনিংস খেলেছেন লাবুশেন। সেটিও যথেষ্ট হলো না দলে তার জায়গা টিকিয়ে রাখতে। সবশেষ ১০ ওয়ানডেতে ফিফটি নেই ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের। সেটিই তাকে ছিটকে দিল দলের বাইরে। এই বাদ পড়ার একটি ইতিবাচক দিক অবশ্য দেখতে পারেন লাবুশেন। শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন...