ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ও ১১ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এই ঘোষণা দিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। রাজ্যের মোট ২৪৩টি আসনের মধ্যে প্রথম দফায় ভোট হবে ১২১টিতে। বাকি আসনগুলোতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। বিহার বিধানসভার বর্তমান মেয়াদ আগামী ২২ নভেম্বর শেষ হবে। ছট্ পূজার পরপরই যাতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়, এ জন্য রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল; যাতে সর্বাধিক সংখ্যক মানুষ ভোট দিতে পারেন। চলতি বছর বিহারে ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী ছট্ পূজা উদ্যাপিত হবে। বিজার নির্বাচনে এবার মুখোমুখি হবে শাসক ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও জনতা...