সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির সামনের দুইটি বগি উল্টে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। সরেজমিনে দেখা যায়, উদয়ন এক্সপ্রেস ট্রেনটির সামনের অংশ লাইনচ্যুত হয়েছে। এতে সামনের ইঞ্জিন এবং যাত্রীবাহী একটি বগি উল্টে গেছে। এতে যাত্রীবাহী বগিতে থাকা কয়েকজন যাত্রী কিছুটা আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায়...