চলতি বছরের মে মাসের শেষ দিকে বিসিবির সভাপতি হিসেবে প্রথমবার দায়িত্ব পেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সে সময় তিনি বলেছিলেন, একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান। তবে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনের পর এবার ৪ বছরের জন্য সভাপতির দায়িত্ব পেয়ে গেছেন আমিনুল। যদিও একাধিক প্রার্থীর নির্বাচনের আগে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বিসিবির গতকালকের নির্বাচন নিয়ে অনেক বিতর্ক ও প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু ৪ বছরের জন্য সভাপতি হয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বুলবুল বললেন, ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন, তাই সেই লোভটা ছাড়তে পারছেন না বলেই তিনি থেকে গেছেন। ঢাকা জেলা ও বিভাগীয় কোটা থেকে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া পরিচালক নির্বাচিত হওয়ার পর বিন প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন তিনি। পরে গণমাধ্যমের সামনে হাজির হয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুলবুল বলেন, ‘এটাকে একটা...