হামলার পর থেকেই গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে দখলদার বাহিনী। খাদ্য, ওষুধ ও জ্বালানির ঘাটতিতে মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়ে উপত্যকার প্রায় ২৩ লাখ মানুষ। জাতিসংঘ জানিয়েছে, ত্রাণ প্রবেশের পথ বন্ধ থাকায় হাজারো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইল প্রতিশোধমূলক অভিযান শুরু করে, যা এখনো চলছে। দুই বছরে গাজায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে। হামলার পর থেকেই গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে দখলদার বাহিনী। খাদ্য, ওষুধ ও জ্বালানির ঘাটতিতে মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়ে উপত্যকার প্রায় ২৩ লাখ মানুষ। জাতিসংঘ জানিয়েছে, ত্রাণ প্রবেশের পথ বন্ধ থাকায় হাজারো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি...