লন্ডনে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সাল থেকে সেখানে থেকেই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা, তার নির্বাচনে অংশগ্রহণ, তার পরিবারের রাজনীতিতে আসা-না-আসা এসব বিষয় নিয়ে বহুদিন ধরেই জনমনে কৌতূহল। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেসব বিষয়ে এবার কথা বলেছেন তারেক রহমান। দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বিএনপির হাল ধরেছেন বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ হয়ে পড়লে বিএনপির হাল ধরেন তারেক রহমান। তিনিই এখন দলটির সাংগঠনিক প্রধানের ভূমিকায়। তারেক রহমানের পর বৃহৎ এই দলের হাল কে ধরবেন? জিয়া পরিবার থেকে কেউ, না দলের...