ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সামনে নতুন চ্যালেঞ্জ যোগ হয়েছে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। আর এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে ইসি কতটা প্রস্তুত- সেই আলোচনাই এখন সচেতন মহলে। অনেকেই বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলা থেকে শুরু করে সহিংসতা সৃষ্টি, সবই সম্ভব এআই-ভিত্তিক মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা ম্যালইনফরমেশনের মাধ্যমে। কেননা এই প্রযুক্তির মাধ্যমে যে কোনো বিষয়কে সত্যের মতো উপস্থাপন খুবই সহজ ব্যাপার, যা সাধারণ মানুষের চোখে ধরা নাও পড়তে পারে। যে কারণে দেশি-বিদেশি নানা চক্র চাইলেই করতে পারে এই প্রযুক্তির অপব্যবহার। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসে অনেকেই এ নিয়ে কার্যকর প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক গীতি আরা নাসরীন এ নিয়ে বলেন, ‘বর্তমানে প্রচুর ভুয়া তথ্য, ভুল তথ্য, ফেক ইমেজ...