০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি সম্প্রতি সিঙ্গাপুর সফর করেছেন। এই সফরে তিনি সিঙ্গাপুর সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, বেসরকারি (প্রাইভেট) খাতের নেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন এবং বাংলাদেশে চলমান উন্নয়ন, সংস্কার ও বিনিয়োগ সংক্রান্ত অগ্রগতি জানিয়েছেন। সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা। বিশেষ দূত লুৎফে সিদ্দিকি গত ৩ অক্টোবর সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয় কুং, পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণণ, এবং মানবশক্তি (ম্যানপাওয়ারের) রাষ্ট্র মন্ত্রী দিনেশ ভাসু দাস এর অফিসে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপর ৫ অক্টোবর তিনি সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্সে উচ্চপর্যায়ের ডিনারে অংশ নেন, যা গ্রেস ফু-এর আমন্ত্রণে আয়োজন করা হয়। এই বৈঠক ও ডিনারের উদ্দেশ্য...