বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না। তবে নির্বাচন হওয়ার আগে কিছু বিষয়ে সমাধান হওয়া খুব জরুরি। যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন, কিংবা সরকারের পক্ষ থেকে বিলম্ব করা হচ্ছে, এর প্রভাবে নির্বাচনে কোনো ক্ষতি হলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার আমেরিকা সফর ছিল অত্যন্ত সফল। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিশাল সমাগম ঘটেছে। মনে হয়েছে যেন চীন মৈত্রী সম্মেলনে যোগ দিয়েছি। প্রবাসীরা বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ সরকার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনের ফল আমেরিকায়ও বাংলাদেশি কমিউনিটিতে বড় প্রভাব ফেলেছে। সেটা ভালো করেই...