পটুয়াখালীর সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় প্রতি বছরের ন্যায় এবারও ভাবগাম্ভীর্যে ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা পালন করছে বৌদ্ধধর্মাবলম্বীরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে ফানুস উড়িয়ে প্রথমদিনের উৎসবে পালন করে এ অঞ্চলে বৌদ্ধধর্মাবলম্বীরা। এই দিন সকালে ৭টায় পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্যে দিয়ে দিনটির সূচনা করেন তারা। পরে বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকদের দান করেন বৌদ্ধ ধর্মের বয়স্ক নারী পুরুষরা। কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের উপাধাক্ষ্য ইন্দ্র বংশ ভান্তে জানান, প্রবারণা উৎসবকে ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিস্কার ও নতুন সাজে রুপ দিয়েছি। সোমবার তেথে ৩১ কঠিন চীবর দান ও সন্ধ্যায় শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্যে দিয়ে শেষ হবে প্রথমদিনের প্রবারনা উৎসব। মিশ্রীপাড়া সিমা বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচি তালুকদার...