মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তুলেছে ইসরায়েলি জিম্মিদের পরিবারের একটি সংগঠন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে কাজ করছে ‘হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ নামে একটি সংগঠন। সোমবার (৬ অক্টোবর) এই সংগঠনের পক্ষ থেকে নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে দাবি করা হয়েছে—ট্রাম্প যা সম্ভব করেছেন, তা অনেকেই অসম্ভব ভেবেছিলেন। চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে অনুরোধ করছি, প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হোক। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন—শেষ জিম্মিকেও ঘরে ফিরিয়ে আনার আগ পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না, থামবেন না।’ সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পের একটি সমন্বিত পরিকল্পনা বর্তমানে আলোচনার টেবিলে রয়েছে। এর লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা এবং চলমান এই ভয়াবহ যুদ্ধের ইতি টানা।...