এ বছরে এখন পর্যন্ত সাদা বলে সেরা উইকেট শিকারীর তালিকায় পেসারদের জয়জয়কার। তালিকায় সেরা ৫ জনের মধ্যে ৪ জনই পেসার, একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। এ বছরে ১৩ ইনিংসে বল করে ৩৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। শীর্ষে অবস্থান করার মাধ্যমে ২৯ বছর বয়সী এই পেসার পেছনে ফেলেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ, অজি পেসার মিশেল স্টার্ক, অজি স্পিনার নাথান লায়ন ও ক্যারিবিয়ান পেসার সামার জোসেফকে। সমান ১৩ ইনিংসে ৩৪ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ১ম টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের গুড়িয়ে দিয়েছেন এই পেসার। ১৪ ইনিংসে ৩৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন অজি পেসার মিশেল স্টার্ক এবং ১১...