২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয় আন্তর্জাতিক বিরতিতে অবশেষে বিশ্রাম মিলেছে লামিন ইয়ামালের। কিন্তু বার্সেলোনার ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য খবরটা পুরোপুরি সুখকর নয়। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে গ্রোইন ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। যে কারণে এখন তাকে বিশ্রামে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইনজুরিটি কেবল দুর্ভাগ্য নয়, বরং অতিরিক্ত খেলার চাপের ফলেও হতে পারে। মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল খেলেছেন অবিশ্বাস্য সংখ্যক ম্যাচ। বার্সা ও স্পেনের জার্সিতে ১৩০টি সিনিয়র ম্যাচ খেলে ফেলেছেন। সময়ের হিসাবে ৮,১৫৮ মিনিট মাঠে কাটিয়েছেন তিনি। এই অল্প বয়সেই এমন পরিশ্রম নজিরবিহীন। ২০২৪ সালে ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল। সম্প্রতি আন্তর্জাতিক খেলোয়াড় ইউনিয়ন ফিফপ্রো প্রকাশিত ‘অতিরিক্ত পরিশ্রম এবং অরক্ষিত — খেলোয়াড়ের স্বাস্থ্য এবং পারফরম্যান্সের প্রভাব’ –বিষয়ক একটি প্রতিবেদনে ইয়ামালের উদাহরণ ব্যবহার করে তরুণ খেলোয়াড়দের অতিরিক্ত...