এআই ইমেজ স্টুডিওর ‘ফোর সিজন পোর্ট্রেট’ ফিচার ছবিতে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ নিয়ে আসে। এ ছাড়া ‘এআই ইরেজ ৩.০’ ও ‘এআই এনহ্যান্স’ ফিচার মুহূর্তেই ছবিকে নিখুঁত করে তোলে। ফোনটিতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিংকে করে আরও দ্রুত ও স্মুথ। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফিচার দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট ফ্ল্যাগশিপ স্তরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, ‘বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে...