নিজস্ব প্রতিবেদক : নিবন্ধিত কোনো রাজনৈতিক দলকে জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দীনের নেতৃত্বাধীন কমিশন সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে, জাতীয় ফুল শাপলা সংরক্ষিত থাকবে। ইসির ধারণা, যদি কোনো দল শাপলা প্রতীক পায়, তবে তা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে এবং আইনি জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ৩০ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য দল হিসেবে ঘোষণা করা হয়। এনসিপিকে ৫০টি প্রতীকের নমুনা থেকে একটি বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, যা আজ শেষ হচ্ছে। নাটোরের কানাইখালীতে জেলা সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,...