চার মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার সময় অমিনুল ইসলাম বলেছিলেন, ‘আমি দ্রুত একটি টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি।’ সোমবার বিসিবির নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম জানালেন, তিনি গেম ডেভেলপমেন্টের প্রেমে পড়ে গেছেন। এবার তিনি টেস্ট ইনিংস খেলবেন। বিসিবিতে প্রবেশ করলেই প্রেমে পড়ে যাওয়ার উদাহরণ এটা নতুন নয়। একবার এখানে প্রবেশ করলে কেউই যেন বের হতে পারেন না বা চান না। যাকে হটিয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন আমিনুল, সেই ফারুক আহমেদকে সঙ্গে নিয়েই সোমবার সোনারগাঁও হোটেলের বলরুমে হাজির হন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন আমিনুল, একইভাবে সহসভাপতি ফারুক আহমেদ। দুজনই দুজনের নাম প্রস্তাবক। একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় দুজনের। আজ নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বিসিবির কার্যলয়ে। সভায় ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, ঘরোয়া ক্রিকেট...