নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি। দলীয় সূত্র বলছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রায় ২০০ আসনের প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি আসনে একজন একক প্রার্থীর পাশাপাশি আরও দুজন বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা দলের সিদ্ধান্তের বাইরে কেউ কাজ করলে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য মনোনয়নপ্রত্যাশীদের ইতোমধ্যেই সতর্ক করেছে বিএনপি। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তাই তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের একটি বড় অংশকে অনানুষ্ঠানিকভাবে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিকল্প প্রার্থীদের প্রস্তুত রাখা হচ্ছে। যদি কোনো মনোনীত প্রার্থী মামলা, নির্বাচন...