২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা দারুণ সময় পার করলেও দাপুটে ফুটবল খেলতে পারেনি সেলেসাওরা। তবে বৈশ্বিক আসরে জায়গায় নিশ্চিত হওয়ায় এখন দুই দলের সামনেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার উপলক্ষ। আর সে লক্ষ্যে অন্য দলের সঙ্গে চলতি মাসে প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা।বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১১ অক্টোবর প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। মায়ামিতে এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিওনেল স্কালোনির দল মাঠে নামবে ১৪ অক্টোবর। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। এ দুটি ম্যাচের জন্য তিন দিন আগেই ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।অন্যদিকে,...