ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন নিয়মিত মুখ মার্নাস লাবুশেন, তার জায়গায় প্রথমবারের মত ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাট রেনশ। লাবুশেনের বাদ পড়া অনেকটা প্রত্যাশিতই ছিল। কেননা শেষ ১০ ইনিংসে মাত্র একবার ৪০-এর ঘর পার করতে পেরেছে। তবে দল থেকে বাদ পরলেও এখন তিনি শেফিল্ড শিল্ডে মনোযোগ দিতে পারবেন, যেখানে শুরুতেই তাসমানিয়ার বিপক্ষে করেছিলেন ১৬০ রান। ফলে নিজেকে প্রমাণ করাদ দারুণ একটা সুযোগ পাচ্ছেন তিনি। এদিকে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের চমক হচ্ছে ম্যাট রেনশ। সাম্প্রতিক লিস্ট ‘এ’ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’-এর হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার পুরষ্কার হিসেবেই দলে ডাক পেয়েছেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে ওপেনিং করলেও ওয়ানডেতে সাধারণত ৩ বা ৪ নম্বরে খেলে থাকেন তিনি। গত তিন বছরে ৪৮ গড়ে ছয়টি...