বিশ্বখ্যাত হীরকখণ্ড ‘দরিয়া-ই-নূর’-এর প্রকৃত অবস্থান যাচাইয়ে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংকের ভল্টে সংরক্ষিত বলে ধারণা করা এই হীরক নিয়ে বিতর্ক থাকায় বিষয়টি পুনঃতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগির এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এরই মধ্যে কমিটির সদস্যরা সোনালী ব্যাংকের ভল্ট পরিদর্শনও করেছেন।মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দরিয়া-ই-নূর তদন্তে গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ, আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান এবং একজন রত্নবিশেষজ্ঞ।সরকারি সূত্রে জানা...