সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। বান্ধবী চায়না সুয়ারেজ ও তার স্টাইলিস্ট হুয়ানমা কাতিভা-এর সঙ্গে সম্প্রতি তিনি মাদ্রিদ ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তোলা নিজের একটা ছবি পোস্ট করে তিনি তুরস্কের ক্লাব গালাতাসারে-এর সমর্থকদের রোষের মুখে পড়েছেন। ইনস্টাগ্রামে ইকার্দির পোস্ট করা ছবিতে দেখা যায়— ৩২ বছর বয়সী তারকা পিঠ ফিরে দাঁড়িয়ে আছেন, কোমরে শুধু তোয়ালে, ক্যাপশনে লেখা ছিল ‘মাদ্রিদ’ এবং একটি কালো হার্ট ইমোজি। ছবিটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। গালাতাসারে সমর্থকদের একাংশ একে ‘অপেশাদার আচরণ’ হিসেবে দেখছেন। অনেকেই লিখেছেন, ‘তুমি মাঠে আগের মতো পারফর্ম করছ না, অথচ ছুটি কাটানোর ছবি দিচ্ছ!’ ইকার্দি বর্তমানে চোটের সঙ্গে লড়ে সুস্থ হওয়ার পথে আছেন। তবে সমর্থকদের অভিযোগ, তিনি পুনর্বাসনের চেয়ে বিনোদনে বেশি সময় দিচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন,...