ইউরোপের পূর্বদিকের রাষ্ট্র চেক রিপাবলিকের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন অভিবাসনবিরোধী নেতা বিলিয়নিয়ার আন্দ্রেজ বাবিস। তার নেতৃত্বাধীন আনো দল সর্বাধিক আসন পেয়ে সংসদে প্রথম অবস্থানে রয়েছে। এ ফলাফল দেশটির ইউরোপমুখী রাজনৈতিক ধারায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। গণমাধ্যমগুলোর সংবাদে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউক্রেনপন্থী শক্তিগুলোর মধ্যে চেক রিপাবলিকে ডানপন্থীদের জয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার ( ৪ ও ৫ অক্টোবর) এ নির্বাচন হয়। বিজয়ের পর চেক রিপাবলিকের রাজধানী প্রাগে সমর্থকদের উদ্দেশে বাবিস বলেছেন, আমরা চাই চেক রিপাবলিক ইউরোপের সবচেয়ে ভালো ও সুন্দর বসবাসযোগ্য দেশ হয়ে উঠুক। আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য সবকিছু করব। উল্লেখ্য, গত চার বছর চেক রিপাবলিক পরিচালিত হয়েছে মধ্য-ডানপন্থী জোট স্পোলুর নেতৃত্বে। জোটের প্রধানমন্ত্রী ছিলেন পেত্র ফিয়ালা। ফিয়ালার...