নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৮ দলের এই আসরে প্রথম পর্বে প্রত্যেকে সাতটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে চার থেকে পাঁচটা ম্যাচ জিততে হবে। কঠিন বাস্তবতা হলো, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড-শ্রীলংকার বিপক্ষে এখনও জয় পায়নি টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে ৮ ম্যাচে একটি জয় এলেও বিশ্বকাপে তাদের হারানো খুবই কঠিন হবে। তবে, প্রথম ম্যাচে পাকিস্তানকে অনায়াসে হারানোয় ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে পারবে নিগার সুলতানারা। প্রথম ম্যাচে দলের বোলিং খুব ভালো করেছে। স্বর্না আক্তার তিনটি এবং নাহিদা আক্তার ও মারুফা আক্তার দুটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে...