বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ’। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় এই স্তম্ভের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘৮ স্তম্ভ’-এর স্বপ্নদ্রষ্টা আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ২০২০ সালের ৭ অক্টোবর, আবরারের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো ‘আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ’ নির্মাণ করা হয়। নেতৃত্ব দেন আখতার হোসেন। তবে নির্মাণের ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে সেটি ভেঙে ফেলা হয়। এ ঘটনার পর স্মৃতিস্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ায় আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্তম্ভের ফলকে লেখা...