বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা খানম নাসরিন বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বপ্নের ৩১ দফাই হতে পারে এক নতুন পথের নির্দেশনা। তাই মানুষের হাতে এই বার্তা পৌঁছে দিতে আমরা ঘরে ঘরে যাচ্ছি। সোমবার (৬ অক্টোবর) বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের পূর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির...