সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন স্কেল সম্পর্কিত সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এক দশক পর পে কমিশন গঠনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রত্যাশা দেখা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন—নতুন বেতন কাঠামোতে কতটা বাড়বে তাদের বেতন। বর্তমানে কমিশন সাধারণ নাগরিক, সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সংগঠন থেকে উন্মুক্ত মতামত নিচ্ছে। এই মতামত আগামী ১৫ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। পরে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনাও রয়েছে কমিশনের। নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাস–কে বলেন, “দশ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। তাই...